কবিতা, কথামালা, ব্যঙ্গ, আর প্রতিবাদের ছন্দে এক পাতা
পদ্যকথা — সেই জায়গা, যেখানে কবিতার ভাষায় সমাজের মুখোশ খোলে,
চুপ থাকা কথারা কলম হয়ে জেগে ওঠে।
এখানে আপনি পাবেন—
🔹 সমাজ আর রাজনীতির রূপকথার বিপরীতে আসল কথা,
🔹 মীমে মোড়া কঠিন বাস্তব,
🔹 ছন্দে গাঁথা প্রতিবাদ,
🔹 ভাবনায় ছুঁয়ে যাওয়া কিছু নির্মল কষ্ট আর রাগের রূপান্তর।
পদ্যকথা হাসায়, কাঁদায়, তর্ক তোলে,
কিন্তু সবার আগে— ভাবায়।
এই পৃষ্ঠা তাদের জন্য, যারা কলমকে অস্ত্র ভাবেন, আর ভাষাকে ভয় নয়, বিকল্প বিপ্লব ভাবেন।
কর্মী যে নাই হাসপাতালে, কর্মী যে নাই স্কুল কলেজে
টাকার গন্ধ যেখানে পাবো কর্মী হবে আমার দলের।।
ছেলে ঢুকিয়ে, মেয়ে ঢুকিয়ে করবো ওদের বধ
কালী নামের প্রহসনে, কালীঘাটে আমার ঘর।।
ঐ যে আমি নিরপত্তা, দিয়েছি জনগনে,
সিভিক বলে জানো ওদের, পুলিশও বলা চলে।।
ওই যে পুলিশ ছুটছে দেখো, তোমার মেয়ের ছায়াতলে
সুযোগ পেলেই চেইনটা খোলে, লক্ষী সেতো পায়ের তলে।।
সমাজ গেছে, শিক্ষা গেছে, মন্ত্রী-ধর্ষক একই সাথে
জেলটাও আজ ঘরের মতো, ছোটোলোক তো কম জানে।।
করটা আমি দিই বড়, আছে যে প্রতিপত্তি
সবাই আমায় ভয় করে, কারণ, কালীঘাটে হয় নিস্পত্তি।।
মন্ত্রী বলছে বাম-রাম, চেলাও বলছে রাম-রাম
বাঙালির এখন একটাই কাজ, মাথায় লাগাও বাংলা-বাম।।
চিন্তা তোমার অনেক বেশি, যদি বাড়িতে থাকে মেয়ে,
সিভিক থেকে এড়িয়ে চলো, পুলিশও নিয়েছে মেনে।।
তবুও তুমি হার মেনোনা, কারণ তুমি সাধারণ
ওই যে দেখছো লেংটা কালী, সাদা সারি চটি পরে,
বাংলা নিয়ে অনেক স্বপ্ন, বিশ্ব বাংলা ওনার পোঁদের তলে।।
এতো শ্রী কোথায় রাখি, বাকি আছে আর কটা, কে জানে,
ওহে সাধারণ, সহসা ছুটে, যেয়োনা, দেখে অসাধারণ
রাজনীতি তো ব্যবসা এখন, লাশও লক্ষ টাকা
তোমার ভালো, আমার ভালো, সবই এখন টাকা।।
বেশি কিছু বোলোনা ওদের, শুরু করবে খেলা,
সবার শেষে মনে হবে, শালা চোরের মায়ের বড় গলা।।
------------------------------------------------------------------------------------------------------------- সাধারণ
ধর্ষকের বেড়েছে ওজন জেলের হওয়া খেয়ে
উদ্বিগ্ন বড়োই এই প্রশাসন, রক্ত ঝরায় জনগণ
সামাজিক টিকে থাকা সেটাও তো রাজনৈতিক
এই বুঝে রাজনেতা শেখায় কাজ অনৈতিক
মাসি, পিসি একাকার, ভাষা নিয়ে ব্যাভিচার
চুরি গেছে চাকরি যার, কিসের ভোট, শিকারে দুরাচার
মেয়ে যদি জন্মেছে তার, করে মা মাটির জয়জয়কার
ছেলে যার জন্মায় তার, খুব কঠিন, জীবনে জীবিকার
ভোট নিয়ে কারচুপি, সে আর নতুন কি?
তবে ঠিক যদি হয় ভুল, উত্তর দিক রাষ্ট্রপতি
বিবাদে সবর, নাম তার বিরোধী
কাজে নাই, অকাজে, গণতন্ত্রের শ্বাসরোধী
আজ যেটা করণীয়, কাল হয়ে যায় অসহনীয়
সত্যের বিরোধিতায়, লিপ্ত নেতা, ঠক জোচ্চোর, মাননীয়
শিক্ষায় এরা দেখে বিভীষিকা, আদালত ছাড়া হয়না কিছু কথা
দোষ শুধু দেখে ওপরের, নিজের বেলায় ছোট সে ঘটনা
মনে করে দিয়ে একটা কথা,
যখন ঝান্ডা ওঠাও অন্য দেশের হয়ে গলা চড়াও
সমাধান কি থাকে এখানে? থাকে মানুষের বসবাস যেখানে
যাও সেখানে, প্রতিবাদ করো, থাকবে এদেশ তোমার পাশে
কিন্তু ভয় সেতো ধরে রাখে এখানে, যাবে না কখনোই সেখানে
কারা নিরুপায়? কারা অসহায়? ছিলে যে তুমিও একদিন
মৌন ছিল প্রতিবাদ, রক্তে ছিল গরম বিপ্লবের স্বাদ
এনেছি আমরা স্বাধীনতা, তৈরী করেছি নতুন দেশ
লুঠে নিয়েছে সম্পদ, বিস্বাসে হয়েছে নিজের সর্বনাশ
ছিল সবাই নীরব, দেখছিলো নাটক, রাজা আর জনতার
হয়তো আমরা ছিলাম নিরক্ষর, সহজ-সরল জীবন জীবিকার
দুর্বলতাকে ওরা করে হাতিয়ার, বানিয়েছিলো জানোয়ার
(The phrase "Dogs and Indians not allowed" is a historical reference to discriminatory practices during the British colonial era in India, where certain establishments, particularly clubs and other social spaces, excluded both dogs and Indian people. This policy was a symbol of the racial segregation and social hierarchy prevalent at the time. )
সময় হয়তো শিখিয়েছে মেনে নিতে অত্যাচার
বিস্বাসে বিষ মিশিয়ে ওরা করিয়েছে পান, তাই
আজও চায় করতে অপমান, সাদা চামড়ার অনেক দাম
তাই বলিকি, নিজে করো নিজের কর্ম, বিস্বাসে রেখো ভগবান
আকাশেতে আছে লেখা তারাদের ইতিকথা
মানুষের পদচিহ্ন আছে শুধু এই পৃথিবীতে আঁকা ll
বিজ্ঞানে করে বিশ্বাস, খুঁজিতেছে সে প্রাণের আভাস,
কয়েক আলোকবর্ষ দূরে ঐ নীল-কালো সীমানায়,
বোঝা যায় মহাদেব আছেন আজ চির নিদ্রায় ll
সকালের সোনারোদ যখন পরে ঐ পূর্ব সীমানায়
পশ্চিমের প্রাণে ওঠে গান, গোধূলির মহীমায় ll
স্মার্ট ফোন
------------------------
বছর সোলো বয়স হলো মানিক বাবুর ছেলের
টিউশনিতে পড়তে গিয়ে পছন্দ হলো এক মেয়ে।।
দিন যায়, রাত যায়, পেটে তার খিদা নাই
বাবার সাথে ঝগড়া করে, বলে স্মার্ট ফোন চাই।।
প্রথম ফোনের বারোটা বেজে দিয়েছে ডাস্টবিনে পা
একটি ছেলের আবদারেতে দিল বাবার মাথায় ঘা।।
নতুন ফোনে বেজায় খুশি, প্রেমে পড়ল ভাটা
রাত্রি হলেই বাথরূমেতে এখন ফোটায় ছাতা।।
#EighteenPlus #bc 😈🤳
সবার মাঝে সুপ্ত হয়ে আমিত্ব লুকিয়ে থাকে
একটু স্নেহ পেলে পরে, চলে সরলরৈখিক পথে।।
দাবানলে জ্বলেনাতো শুধু শুকনো পাতা
তোমার কথা ভেবে ভেবেই আত্মারাম খাঁচা।।
#RoseDay🌹 #pagolink😆
পাগল
-----------------------
ভাবুক ভেসে পাগল মানুষ ছদ্মবেশে থাকে
জীবন তরীর মাজি আজ পথ ভুলে গেছে।।
কি নেশা এই সৃষ্টি চিরন্তনে,
তোমায় ভুলে প্রসঙ্গেতে এলো আঁধার নেমে।।
কেনো আসে ভ্যালেন্টাইন, কেনো ফোটে ফুল
রক্তের রঙ লাল, বোকা প্রেমিক দেয় ভুলের মাসুল।।
তোমার জন্য আমার শ্বাস, করে মনে বিশ্বাস
ঘাতকে করলো আঘাত, প্রেমে ব্যর্থ, হলো সর্বনাশ।।
পাগল আজ চাতক হয়ে, জলের গান গায়
ব্যাথায় মনে ভুলে গেছে শর্ট সার্কিট মাথায়।।
ভাবনা তার আকাশ ছোঁয়া, সামনে এল তাই
ছোট্ট একটা টিপ, ঠোঁটে হাসি, আহা এ কি মায়া।।
#pagolink🙂☺️😁🤗🐥
প্রভু প্রবাদ - 3
-----------------------
প্রভু:বৎস (হা করে থাকা বৎসের নিদ্রা ভঙ্গ), দিবালোকে নক্ষত্র খোজা বড়ো কঠিন। শুকতারা, সেটাও একটা গ্রহ। মজা করে তারা বলা হয় কারণ একমাত্র দিবালোকেও রাতের তারার মত জ্বল জ্বল করে। সেটাও সূর্যের আলোতে, ওটাতো মৃত। তাই দিনের আলোয় অন্ধকার ডেকে বোঝা বাড়ানো কেনো?
বৎস(অজ্ঞাত অবস্থা থেকে হঠাৎ বাস্তবে অবতরণ): প্রভু, সাদা সকালে কালো খুঁজছিলাম। রঙিনতো অতীতও ছিল। সাদা কালো মুহূর্ত বলতে শুধু টেলিভিশন এ l দিনের আলোয় অন্ধকার, নরওয়েতে হয় প্রায় ছয় মাস। সবই যদি আবেগে হয় তাহলে দিনের প্রতি আলোর দুর্বলতা পরিষ্কার স্বীকার করা হয়।
প্রভু: দুর্বলতা শব্দটা বড়োই জটিল, সৃষ্টির থেকেও জটিল, একপ্রকার বলাযায়, দুর্বলতা আসে আপেল খাবার পর l তা বৎস, বিষয়টি কি আপেক্ষিক না বুদ্ধিমত্তার, শারীরিক না আত্মিক?
বৎস: এই সংকোচ থেকে নিজেকে উদ্ধার করার জন্যই প্রভুর দারস্ত হওয়া। কেনো জানিনা আজকাল হয় সব সাদা কালো নাহলে খুব বেশিই রঙিন দেখি। যখন বুঝতে পারলাম অসুস্থতার কারণ মানসিক, তাই বেশি কথা না ভেবেই আপনার কাছে এলাম। আর লোককেন্দ্রিক ভাবনায়, বুদ্ধিমত্তা, শরীর, আত্মা সবই তো মিলে মিশে একাকার l একে ওপরের থেকে আলাদা করাটা দুর্বিসহ হয়ে যাচ্ছে l
প্রভু: বৎস, শান্ত করো মন, ভুলে যেয়োনা তোমার পরিচয়, ওই ধন l কি ভিখারি, কি নারী, ধনের নিমিত্তে যে কেউ হয়ে যেতে পারে আনাড়ী l যদি হতেচাও কলি যুগের খিলাড়ি, চারশো বিসি করতেই হবে, নাহলে কেউ দেবে লাঠি, কেউ দেবে হাসি, ফাঁকি পড়েযাবে নিজে, হতে হবে আমার মতোই সন্ন্যাসী l
#Numerophobia #bc😆
অগ্রপথিক
-------------------
সৃষ্টির দৃষ্টি নিয়ে যদি শান্ত থাকা যেত
বৃষ্টির প্রতি ফোঁটা আজ সিন্ধু হয়ে বৈত l
আদিম মানবের সেই শুভ চেতনা
মানুষকে মানুষ বলে চেনানো, তার ভাবনা l
সমাজে গাঁথা মালা, অগ্রপথিক, মোর সাধনা l
অধিকারে রাখো ধরে আগামীদিনের সূচনা,
করোনা কখনো নিজ সংস্কৃতির অবমাননা l
#TimeTravel #throwback🙃
কিশলয় পাত্র - 2
--------------------------
পশ্চিম বাঙ্গাল প্রদেশে ছিলেন এক মমতাময়ী নারী
রাম নাম শুনলে পরে মুখ হয়ে যেত হাঁড়ি ।।
অনেক ভাষা জানেন তিনি, বাংলা, হিন্দি, গুজরাতি
অকপটে স্বীকার করেন, তিনি আল্লাহর পাত্রী।।
স্বামী সুখে বঞ্চিত, হয়েছেন তিনি মাত্র
রাম থাকুক রামায়ণে, কোরান নাকি তাঁর স্বার্থ।।
রিভলুশন, ইভোল্যুশন, এসব প্রবাদ বাক্য
রাম নামে এলার্জি, জিজ্ঞাসায় মিস্টার পাত্র।।
কলোরং
-------------------
শব্দ, সেতো হারিয়ে গেছে সময়ের পরিহাসে
মাথা নিচু করে আজ ভাবী একা বসে,
এ জ্বালা সই কেমনে আন্ত্মহণনের পথে,
কি করিয়াছি কেমনে, অজানা অচেনা অভিশাপে।।
নিষ্ঠুর এই জগৎ মাঝে শূন্য হাতে চাওয়া
কেউ দেবেনা দুমুঠো ভাত,
লোলুপ চোখে দেখি নিজের সর্বনাশ।।
ভুল করেছি ভালো ভেবে, কালো রঙে আলো
আমি ছাড়া এজগতের সবই ফিকে হলো।।
" বাবার হলো আবার জ্বর, সারলো ঔষধে"..ভারতীয় ইতিহাসের সাথে এই বাক্যটা অঙ্গাগীক ভাবে যুক্ত। শব্দের প্রথম অক্ষর গুলী মুঘল সাম্রাজ্যের সম্রাটদের নামের প্রথম অক্ষর। কয়েক শতাব্দী পেরিয়েগেলেও এর থেকে বেরোনো যাচ্ছে না। ইতিহাস তো বদলানো যায়না, তার থেকে শিক্ষা নেয়াই যায়। এই প্রসঙ্গে, বলাযায়, বরাহের লেজ যতই সোজা করা হোক না কেনো, বাঁকাই থাকে, সুযোগ পেলেই ভাদ্র মাসের নোংরামী এরা স্থান, কাল, পাত্র বিবেচনা না করেই সুরু করে। আর কিছু সুবিধাবাদী ও চতুর ভারতীয় এদের কিভাবে ব্যবহার করে স্বার্থ সিদ্ধির জন্য সেটা বলাই বাহুল্য। প্রশ্নটা হলো, কোন ওষুধে সেই পুরানো জ্বর ছাড়বে?🙅
জনতা
----------------
জীবের পরিচয় জীবাশ্মে, আর,
জনতার পরিচয় রাজস্বতে ।।
আমি বিদ্বান, যুক্তি তর্ক কলহ
এসবইতো সামাজিক উপাদান।।
গণতন্ত্র আছে বলে, নাম হয়নি তার শাসন
জনতারহট্টগোলে, একটু রাম আর মাখন।।
গণতন্ত্রে জনতা পেয়েছে, রাজার সিংহাসন
পেয়েছে সুবিধা, বেড়েছে দূষণ ।।
#happyisland 🏞🏕
ঘাস- ফুল
-------------------
হঠাৎ যদি মনে পরে সেই গুপ্তধনের কথা
জালিয়াতি তাকেই বলে,
যে ঢাকে মাছ, দিয়ে সাকের পাতা ||
পারবে কি তুমি আটকাতে তাকে
শ্রী শ্রী করে কতোইবা বিশ্রী হবে,
মায়া করে এতদিন ভোট দিয়েছ যাকে
এবার বুঝি গরু এসে সেই ঘাস ফুল খাবে ||
সুখ- দুঃখ
----------------------
দুরত্ব বারে দিনে দিনে
নিস্তব্ধতা বাজে কানে
কি জানি এ কোন আগুনে
পুড়ছে দেহ আত্মগোপনে।।
সুখ দুঃখের ভাগী হতে
বাড়িয়ে ছিলাম হাত
ভিক্ষার ঝুলি গলায় দিয়ে
বলেছিলে, তোর হোক সর্বনাশ।।
স্বপ্ন সেতো একার নয়
সত্যকে কখনো করিনা ভয়
তোমার আমার এ দুনিয়া
স্বার্থ ছাড়া সবই যে অভিনয়।।
নীলাকাশের ঐ নীলিমায়
খুঁজেছ তুমি অতীতে আমায়
প্রথম লেখা কবিতাটা
আজ তো আর কারো মনে নেই।।
#immatureTimeTravel 🦧
মনের মানুষ
-------------------------
সোনার বাংলা গড়ব বলে দায়িত্ব নিয়েছি তাই
তোমার আমার ইতিহাসের জয় হবে নিশ্চয়ই ।।
ভালোবেসে করেছো যে কাজ হবেনা তার অপচয়
আশ্বাসের কালো মেঘে বৃষ্টি দেবে পরিচয় ।।
একদশকে মাটির মানুষ করেছে মনের জয়
পাস ফেলে আপত্তি নাই, শুধু ভুলে যাওয়ার ভয় ।।
#ভোটেরহাওয়াগরম 😎
প্রশ্ন: লেখক ও তার লেখনীর মধ্যে অনেক পার্থক্য থাকে, কারণ লেখকের ভূমিকায় স্থান, কাল, পাত্র, প্রেক্ষাপট এরকম অনেক স্থাবর- অস্থাবর জিনিস যা কিনা লেখনীর মধ্যে তুলে ধরা হয়। এখন লেখকের এই লেখনীর মধ্যদিয়ে ভাবপ্রকাস করা কি লেখকের চরিত্র বিবেচনা করতে পারে?
#coldrecap 🙄😆
সরলতা
------------------
আলোয় খুঁজেছ সুখ, কিন্তু আলো আজ নিশ্চুপ
নীল সাদা খেলা ঘরে পরে রয়েছে শুধু কঙ্কাল হয়ে
বিশ্বাসে করে দান, হয়েছি যে অপমান অসফল
কারণ খোজা বড় দায়, ভিখারীর নাই কোনো উপায়
রঙের খেলায় মেতেছ যে আজ, অগভীর সীমানায়
যারে তুমি তুলে ধরো সে যে নীচু দেখাতে চায়
বিশ্বাস সেতো মনুষ্যত্বে, রক্তে তাদের অন্যায়।।
#closercode 🥴
যুক্তি-তর্ক
--------------------
শক্তি তুমি কার, বলবানের না বুদ্ধিমত্তার?
অস্ত্ররূপে শাস্ত্রধারী, তেজস্বী জুড়িল কর,
দেশবন্ধু, দেশপ্রিয়, নাম যে ছিল তার ll
ভবের খেলায় ভবানী, ভক্তকে দিলো বর,
শান্তি আসে শক্তির পরে, সত্যের হয় জয় ll
যদি হও দিতে রাজি, ওই আকাশগঙ্গা পার,
অনুশীলনে রাখো ধরে, যুক্তি তর্কের ঝড় ll
#ParamountPractice #bc 🙂
কিশলয় পাত্র - 1
--------------------
নতুন এক পার্টি গড়ে, নাম রেখেছিলেন অব্যার্থ,
এই বলে পরিচিত আমাদের কিশলয় পাত্র ll
হরেক নামে ডাকতো সবাই, ছিল প্রচুর অর্থ
সহজপাঠ প্রস্তুতিতে ছিলেন তিনি ব্যার্থ ll
মজার মানুষ ছিলেন ভারী, স্বভাবে বড়োই শান্ত
দূর্দিনেতে মনে পড়তো, পাকা বিচির মতো ll
মুরগী চোরের অপরাধে শ্রীঘরে ছিলেন দুদিন মাত্র
পাঁচশো টাকার জরিমানা, তিনি ছিলেন দিতে ব্যার্থ ll
আসল নামে ডাকতোনা কেউ, বলতো মিস্টার পাত্র
বয়স হিসাব, করে বলতেন, একাত্ম কি বাহাত্ত ll
সহজপাঠে ব্যার্থ বলে, লিখেছেন 'কিশলয় শাস্ত্র'
সব নারীকেই মিস বলা হোক, ইহাই নাকি অস্ত্র ll
#Miss #MisterPatro😄
দৃষ্টিহীন
---------------
দেশের নামে, দশের চিন্তায়, সৃষ্টি আজ দাবানলে
বর্তমানে হারিয়ে গেছে, ভবিষ্যতের অঙ্গীকারে ll
তোমার কথা, আমার কথা, কেউ ভাবেনা পর বলে
সময় হলেই গলা টিপে, বলবে, শালা তুই যা রসাতলে ll
দৃষ্টিহীনের কালো জলে, মাছধরে সে আপনমনে
একটু চিন্তা নির্বিগ্নে, শান্তি এলেই বিষ ঢালে ll
সরকার, সেতো রাস্তায় থাকে, নাই কোনো দরকার
সময় হলেই পেয়াদারা, ঝান্ডা নিয়ে বলে, আমি সরকার ll
বিনাপয়সার বিনোদন,ইউটুবে আর ফেসবুকে
তাই নিয়েই মাথা ব্যাথা, রেগুলেশন আজ হট ফ্রেমে ll
দৃষ্টিহীনে সৃষ্টি দিতে, কৃষ্ণ এলো কলিযুগে
মহাভারতের হলো জয়, দ্রৌপদী আজ অনলি ফ্যান এ ll
#FantasticFanFestival #FREE😆
নির্লজ্জ
--------------------
পাড়ার লোকে ডাকতো তাকে, বলে নির্লজ্জ
বাপের টাকা ওড়ায় সে, বিড়ি তার খাদ্য।।
বছর ত্রিশ কেটে গেলো,
তবু শেখা হোলনা কোনো বাদ্য।।
বড়াই করে লোককে সোনায়
বব মার্লে আর রবি ঠাকুরের পদ্য।।
নতুন বছর, নতুন আমেজ, নির্লজ্জ আজও ব্যাস্ত
সৃষ্টি ছাড়া, বাঁধন হারা, জীবনে এলোনা কোনো পার্থক্য।।
#shame_লেজ #bc😛
স্বপ্ন ও স্বার্থ
-------------------------
স্বার্থের খোঁজে হলো ব্যবহার,
স্বার্থ ফুরালে পার।।
তোমার আমার ভালোবাসার,
আর যে নেই দরকার।।
আজ দেখি শুধু, দাড়িয়ে ,
প্রান্তর আর অতীতে।।
স্বপ্ন যা ছিল সবই রঙিন,
বাস্তব, সেতো বড়ই কঠিন ।।
#সংকোচজনক_ভ্রূকুটি #bc🤨🧐
বেমানান: ধন ও ধ্বনি
----------------------------
ধনের প্রতি আদিমতা ও ধ্বনির প্রতি নীরবতা; মানুষ আজও মানুষ, হয়েছে তার টেকনিকাল হুশ l
শুধু ধনীর রয়েছে ধ্বনি, তোমার আমার আমানতে তারা খুলেছে কালো টাকার খনি l
সরকার, সেতো ব্যাস্ত, গাছের ডালে ওঠার জন্য সে করে শুধু তর্ক l
তুমি আমি প্রজা মাত্র, ধনীর কলের কাঠি, টেন্ডার না পেলে মাখায় চুনকালি l
চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে বলেছিলো চাণক্য, চুলকাইতে না পারিলে এজীবন ব্যার্থ l
আহা, রাগ করে কিবা সুখ, কিবা দুখ, একটু হাসিয়া নাও, কাটিবে অসুখ l
#NothingPersonal😆😋
কলিযুগ: যুদ্ধ ও তার বিপর্যয়
---------------------------------------
যুদ্ধ শেষে পুলিশ নামক প্রশাসনিক/ সাংবিধানিক এক জড়ভরতের মতো জৈবিক বস্তু এসে যুদ্ধে জড়তা এনেদেয়, কখনোবা ভষ্মে ঘিও ঢেলে দেয় বা দেওয়ানো হয় l (হাততালি)
ছেলেদের পোশাক দিন দিন বড় হচ্ছে আর মেয়েদের ছোট, ছেড়া-ফাটা এসব আজ আধুনিকতার উদাহরণ, হয়তো বা গ্লোবাল ওয়ার্মিং এর ফল l (এটাকে ইংরেজিতে "স্টাইল" বলে)
"করোনা",বাংলা ভাষায়,অনেক কিছুই করতে বারণ করা হচ্ছে, এটা একটা "ভাইরাস", মানুষের কাছাকাছি, একটু ঠেসাঠেসি এসব আর করা যায়না l (সমাজে নারী কি নিরাপদ?)
চাষীর ভবিষ্যৎ চাষীই ঠিক করবে, এই দাবিতে চাষীরা সরকার নামক সাংবিধানিক রক্ষককের বিরূদ্ধে একপ্রকার প্রশ্ন আন্দোলন করেন যার উত্তর চাষীরা ছাড়া আর কেউ দিতে পারছেনা, এমত পরিস্থিতিতে বলাযায় সংবিধানের ক্ষুদ্র রক্ষক চাষীদের কোনো কথা নাভেবেই তাদের ভাগ্য নির্ধারণের প্রসঙ্গে কেন্দ্রীয় রক্ষকের সাথে ছলনা করেছেন l (চাষীদের আন্দোলন, আমি মধ্যবিত্ত, বড্ডো চিন্তা হয়)
#notcopied #MatriUpadaneLekha #KuchbhiChalega #bc😛
জিজ্ঞাস্য: বলছি বাঙালী বেঁচে আছে না টিকে আছে?
কাপুরুষ: পুরুষ হয়ে তো ফেমিনিজম কে মাথায় তুলে নাচতে পারিনা, তবে সাহায্য করতেই পারি, স্বার্থর কথা তো সবাই চিন্তা করে l প্রভাবশালী বলে একটা সামাজিক উপাদান আছে, সেটাকে তো উপেক্ষা করা যায় না l কাউকে উৎসর্গ করে এটা বলছিনা, ইহাই বাস্তব l বাঘকে বেড়াল মনে করলে অনেক কিছুই হতে পারে l
কত লেখনী হারিয়ে গেছে সময়ের সাথে, অভিমানের গ্রাসে। যা কিছু আছে তা করলাম নিবেদন, ভুল যদি হয়ে থাকে রইলো ক্ষমার আবেদন 🙏